প্রেস বিজ্ঞপ্তি:
মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাওয়া সমাজসেবায় অবদানের জন্য জাতীয় পর্যায়ে ২য় শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কারে ভূষিত হলেন কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন সায়মুন সংসদ এর কেন্দ্রীয় সভাপতি নুরুল আবছার সিকদার। তিনি মানবকল্যাণমূলক বহুমুখী কার্যক্রমের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় পুরস্কার কমিটি কর্তৃক সারাদেশে জাতীয় পর্যায়ে মোট ০৩টি পুরস্কার প্রাপ্তদের মধ্যে ০২জন পুরুষ ০১জন নারীর মধ্যে তিনি ২য় তম শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন।অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সম্মাননা ক্রেস্ট,প্রাইজমানি ও সনদ তুলে দেন এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম,সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো:রেজাউল মাকছুদ জাহেদী।
নুরুল আবছার সিকদার কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।
নুরুল আবছার সিকদার এর সংক্ষিপ্ত পরিচয় :
জন্ম ২ জানুয়ারি ১৯৮৬ খ্রি.কক্সবাজার সদর পৌরসভার ৫নং ওয়ার্ড আলির জাঁহালের প্রায় ৪০০ শত বছরের স্থায়ী বাসিন্দা মুক্তিযোদ্বের সময় সহায়তাকারী আলহাজ্ব শামশুল হক সিকদারের ০৫ পুত্র ও ০৫ কন্যা সন্তানের মধ্যে তিনি ৩য় পুত্র সন্তান,মাতা-মহীয়সী নারী মরহুমা ছফুরা খাতুন।
০১। শিক্ষা জীবন :
নুরুল আবছার সিকদার ২০০০ খ্রি.বিজ্ঞান বিভাগ থেকে দাখিল ও ২০০২ খ্রি.আলিম পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয় নিয়ে ২০০৯ খ্রি.অনার্স ও ২০১০ খ্রি.মাস্টার্স পাশ করে,২০১৪ খ্রি. শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে (ট্যুরিজম) নিয়ে’এমফিল’করছেন,তিনি এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো প্রথম বিভাগে পাশ করেন।
০২। কর্মজীবন :
২০১৪ খ্রি.কক্সবাজার সিটি কলেজ সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন,২০২১ খ্রি. থেকে শুক্র ও শনিবার রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি (নিশ)বাউবিতে সৈনিকদের কোর্স টিউটর হিসেবেও কর্মরত আছেন।
০৩। সামাজিক কর্মকান্ড :
নুরুল আবছার সিকদার ছাত্র অবস্থা থেকে ক্রীড়া-সংস্কৃতি সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন বিধায় শিক্ষকতার পাশাপাশি অসহায় সুবিধাবঞ্চিতদের জন্য মানবকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।
উনার নেতৃত্বে পুনর্গঠন করা ৩৮ বছরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সায়মুন সংসদ’ এ ২০১৫ থেকে অদ্যাবধি সভাপতির দায়িত্ব পালন করছেন,উল্লেখ্য ২০০১ থেকে তিনি উক্ত সংগঠনের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন।
তিনি জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য,দেশের নিবন্ধিত সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয় সাধণের জন্য বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি,অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির সদস্য,শান্তির জন্য ধর্ম,আন্ত:ধর্মীয় আন্তর্জাতিক সামাজিক জোট কক্সবাজার জেলার প্রচার সম্পাদক এবং ২০২২ থেকে আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠন Apex Club Of Cox’sbazar City,র সভাপতি।
০৪।পুরস্কারও স্বীকৃতি :
২০২৪ ও ২০১৭ খ্রি.জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক,২০২৩ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক,২০১৯ খ্রি.পর্যটনে গবেষণার জন্য জাতীয় পর্যায়ে সনদ লাভ,২০১৯ খ্রি.জেলায় সমাজকল্যাণে অবদানের জন্য স্বীকৃতি,২০১১খ্রি.চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় সেরা খেলোয়ারের পুরস্কার পান এবং ২০২২ ও ২০২৩ সমাজসেবায় অসাধারণ অবদানের জন্য ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে জেলায় বাছাইকৃত হয় এবং ২০২১,২০২২ ও ২০২৩ খ্রি.জাতীয় যুব সংগঠক পুরস্কারের জন্য টানা ৩য়বারব বাছাইকৃত হয়।২০১৯ খ্রি.এক মুক্তিযোদ্ধার হারিয়ে যাওয়া ৭০ হাজার টাকা ফেরত দেয়ার কারণে ভাইরাল হয়ে তিনি সততার দৃষ্টান্ত দেখিয়েছিলেন।
০৫। ক্রীড়া সংগঠক ও ক্রীড়ায় অবদান ঃ-
নুরুল আবছার সিকদারের আরেক অপর নাম ক্রীড়াবিদ।তিনি ২০০১ থেকে অদ্যাবধি ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের একাধিক আয়োজকসহ খেলায় সুনাম অর্জন করেন এবং ক্রীড়ামূখী সংগঠন সায়মুন সংসদ কর্তৃক আয়োজিত বিভিন্ন টুর্নামেন্ট তিনি পরিচালনা করছেন।২০০৫-২০১০ পর্যন্ত টানা ৩য় বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ক্রীড়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ২০০৪-২০০৯ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হলের ক্রীড়া সম্পাদক ছিলেন।উল্লেখ্য,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উনাকে শহীদ আফ্রিদি বলে ডাকত!
এছাড়া তিনি বর্তমানে শিক্ষকতার পাশাপাশি কিভাবে যুবকদের বিভিন্ন অপকর্ম ও নতুনত্ব রোগ থেকে দূরে রেখে কিভাবে সমাজসেবী ও ক্রীড়ামূখী করা যায় সেই লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন মানবকল্যাণমুখী কর্মকান্ড করে যাচ্ছেন।
০৬।শিক্ষক সংগঠন :
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং ২০১৮ খ্রি.বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি(ভারপ্রাপ্ত),কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ছিলেন।
০৭। অন্যান্য দায়িত্ব :
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা ও ২০০০ সালের ব্যাচের এলামনাই এসোসিয়েশনের সদস্য,সমাজবিজ্ঞান ফোরাম কক্সবাজার জেলা শাখার সভাপতি,
০৮। গণমাধ্যম : অনলাইন পত্রিকা Saimoon News এর প্রকাশক ও সম্পাদক।
০৯। সরকারী দায়িত্ব পালনঃ-
২০১৬ খ্রি. ইউনিয়ন পরিষদ নির্বাচন,২০১৯ খ্রি. উপজেলা পরিষদ নির্বাচন ও ২০২১ খ্রি. ইউনিয়ন পরিষদ নির্বাচনে “প্রিজাইডিং অফিসার” হিসেবে সততা,দক্ষ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
১০।বিভিন্ন প্রশিক্ষণ :
শিক্ষক প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার প্রশিক্ষণ,আনসার ভিডিপি ট্রেনিং,পল্লী উন্নয়ন একাডেমি প্রশিক্ষণ নেন।
১১।বিদেশ সফর :
ওমরা হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব,ভারত,মায়ানমার সফর করেছেন বলে জানা যায়।
১২। বৈবাহিক জীবন :
২০১৬ বিয়ে করে বর্তমানে ২ কন্যা ও এক সন্তানের বাবা। স্ত্রী,সুফিয়া আক্তার,২০১৯ খ্রি.কক্সবাজার সরকারী কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে মাস্টার্স পাশ করেন।
১৩।যাদের কাছে ঋণী:-
মা-বাবা,ভাই-বোন,আমিনুর রশিদ ও সায়মুন সংসদ এর সকল পরিষদের সদস্য।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।