সিবিএন ডেস্ক
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে।
শুক্রবার (১ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার আওতায় ২ নভেম্বর শনিবার থেকে পাইওনিয়ার রোডস্থ ৬৬ নম্বর ভবন, কাকরাইল এবং এর আশপাশে যেকোনো সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।
এদিকে, জাতীয় পার্টি শনিবার তাদের পোড়া কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান জানান, জীবনের ঝুঁকি নিয়েও তারা কাকরাইলে সমাবেশ করবেন। তিনি বলেন, “আমরা ২ তারিখে যে কর্মসূচি দিয়েছি, তা চলবে। আমরা মরতে আসছি, কতজনকে মারবেন, সেটাই দেখতে চাই। ইসলামের শিক্ষা হলো অন্যায়ের প্রতিবাদ করা, সেটা হাতে, মুখে বা অন্তরে। সেই প্রতিবাদে আমরা প্রস্তুত।”
অন্যদিকে, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা জানায়, তারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শনিবার সকাল ১১টায় গণপ্রতিরোধ কর্মসূচি পালন করবে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেয়।
ছাত্র-শ্রমিক-জনতার পাল্টা কর্মসূচির ঘোষণার কয়েক ঘণ্টা পরই ডিএমপি ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।