মো. আরকান, পেকুয়া:
১৬ বছর পর পেকুয়ায় খোলা ময়দানে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অসংখ্য কর্মী সমর্থকের জমায়েত দেখা গেছে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আনোয়ারুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, সাড়ে ১৫ বছর অপশাসনের মধ্য দিয়ে গেছে দেশ। আমরা কথা বলতে পারিনি। তাদের সময়ে কোন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি৷ তখন ভোটারের উপস্থিতি ছিলনা, ছিল কুকুরের উপস্থিতি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে তিনি আরো বলেন, যদি দেশপ্রেম থাকতো, গণতন্ত্র বিশ্বাস করতেন তাহলে দেশ থেকে পালিয়ে যেতেন না। ওটা দেশ প্রেমিক নেতার বৈশিষ্ট্য নয়। অথচ যারা দেশ প্রেম ও গণতন্ত্র বিশ্বাসী তাদেরকে দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল ফ্যাসিবাদী সরকার। শত চেষ্টা করেও জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরকে জনগণ থেকে বিছিন্ন করতে পারেনি। যার প্রমাণ আজকে পেকুয়ায় হাজার হাজার জনতার উপস্থিতি। তাই দীর্ঘদিন পর হলেও আজ আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি এবং কর্মী সম্মেলন করছি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। পেকুয়াকে ইসলামের ঘাঁটি হিসেবে আরো মজবুত করার আহবান জানিয়ে তরুন ও প্রতিশ্রুতিশীল পার্লামেন্ট তৈরী করতে পেকুয়ার মানুষের কাছে জামায়েত নেতা আব্দুল্লাহ আল ফারুকে চকরিয়া-পেকুয়ায় জামায়াতের প্রার্থী হিসেবে আগাম বার্তা দিয়ে পরিচয় করিয়ে দেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখের বেঠি না। যদি শেখের বেঠি হতো তাহলে দেশ ছেড়ে পালাতো না। ওনি ভারতের মুদির বেঠি। শেখ হাসিনা তাঁর সরকার আমলে প্রতিশ্রুতি দিয়েছিল দেশের মানুষকে ১০ টাকার চাল দিবে। বর্তমানে চালের বাজারের পরিস্থিতি দেখুন কোন অবস্থায় নিয়ে গেছে। পেকুয়ার আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, অবসর নিয়ে ঘরে বসে থাকেন। মাটে নামার চেষ্টা করবেন না। এদেশের মাঠিতে আওয়ামীলীগের ঠাই হবে না।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমতিয়াজ উদ্দিনের পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখে, কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও হোয়াইকং ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা জামায়েতের কর্ম পরিষদ সদস্য হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ছাবের আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমির আবুল বশর,কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুজ্জামান মঞ্জু,দিদারুল ইসলাম, সরফরাজ আল নেওয়াজ চৌধুরী,হাসান শরীফ চৌধুরীসহ আরও অনেকে।