নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম দৌছড়ি ইউনিয়নের বালুর মাঠ নামক স্থানে বিজিবি অভিযান চালিয়ে ১ হাজার ৮ শত প্যাকেট বাংলাদেশি মিরাজ বিড়ি উদ্ধার করেছে।

শুক্রবার (১নভেম্বর) সকাল ৯ টার সময় নাইক্ষ্যংছড়ি ১১বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দৌছড়ি ইউনিয়নে বিজিবির লেমুছড়ি বিওপির টহল দল নাইক্ষ‍্যংছড়ির অভ্যন্তরে বালুর মাঠ নামক স্থান থেকে মালিক বিহীন ১ হাজার ৮ শত প্যাকেট মিরাজ বিড়ি উদ্ধার করে ।

জানা যায়, উক্ত বিড়ি সীমান্তের চোরাকারবারিরা পার্শ্ববর্তী মিয়ানমারে পাচার করার জন্য নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় মজুদ করেছিল ।বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের সদস্যরা পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।

উল্লেখ্য, নাইক্ষ‍্যংছড়ির দৌছড়ি ও সদর ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে স্থানীয় চোরাকারবারিরা অধিক মুনাফার লোভে বাংলাদেশি বিভিন্ন পণ্য সামগ্রী মিয়ানমারে পাচার করতে মরিয়া হয়ে উঠেছে। উক্ত এলাকায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোয়ানেরা কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। যার ফলশ্রুতিতে প্রায় চোরাকারবারি আটক হচ্ছে এবং বিভিন্ন মাদকদ্রব্যসহ হরেক রকম মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত এলাকার বাসিন্দারা স্থানীয়ভাবে দায়িত্বরত বিজিবি সদস্যদের এমন তৎপরতাকে ধন্যবাদ জানান।

১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেল আহমেদ নোবেল বলেন, সীমান্তের চোরাকারবারিরা উদ্ধারকৃত বাংলাদেশি বিড়ি গুলি অবৈধ পন্থায় পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারের জন্য মজুদ করছিল। বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বিড়ি গুলি উদ্ধার করে। তিনি আরো জানান, বিজিবি সীমান্তে মাদক ও চোরাকারবারি প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। বিজিবি সীমান্তে মাদক ও চোরাকারবারি প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।