শুক্রবার (১ নভেম্বর) সেনাবাহিনী অভিযান চালিয়ে ভাষানটেক থেকে রিফাত, হৃদয় ও ইয়াসিন নামে তিনজনকে আটক করে, জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর করে এবং পরে আগুন লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সরকারি সম্পত্তি ধ্বংসের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত যৌথ অভিযান শুরু করে। আটককৃতদের পরে ভাষানটেক থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সরকারি সম্পদ বিনষ্টকারী ও জনমনে আতঙ্ক সৃষ্টিকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।