অনলাইন ডেস্ক:

সারাদেশে শূন্য পদে প্রায় লক্ষাধিক শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী তিন মাসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এনটিআরসিএ ইতোমধ্যে শূন্য পদের চাহিদা সংক্রান্ত তথ্য চেয়ে ই-রিকুইজিশন কার্যক্রম শুরু করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই চাহিদা পূরণের জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার সময়সীমা ১০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, গত পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদের বিপরীতে মাত্র সাড়ে ১৯ হাজার পদ পূরণ করা হয়। ফলে নতুন এই গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ ছাড়াতে পারে।

এবার এনটিআরসিএ প্রথমবারের মতো আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) সম্ভাব্য শূন্য পদের চাহিদা পাঠানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে। এনটিআরসিএ জানিয়েছে, সমস্ত প্রক্রিয়া শেষ করে শূন্য পদের চাহিদা যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক জানিয়েছেন, “শূন্য পদের চাহিদা চেয়ে তথ্য আহ্বান করা হয়েছে। যাচাই-বাছাই শেষে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

২০০৫ সালে এনটিআরসিএ সনদ প্রদান শুরু করে এবং ২০১৫ সালে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও লাভ করে।