সিবিএন ডেস্ক;
গাজীপুরের যুবলীগ নেতা এস এম আলমগীর হোসেনকে কক্সবাজারে আটক করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের হাতে ধরা পড়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ হন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আযীম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, আলমগীর হোসেন কক্সবাজারে নিয়মিত হোটেল বদল করে আত্মগোপন করছিলেন।
তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র সরবরাহ ও পাঁচটি হত্যার মামলা রয়েছে, এবং তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি চালিয়েছিলেন।
গ্রেপ্তারের পর তাকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজারের বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন, যা ছাত্র আন্দোলনের সদস্যদের নজরে রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।