নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নারী ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দেবেন। সাফজয়ী দল ইতিমধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে।
সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট অর্জনে ২৩ জন নারী ফুটবলারকে প্রধান উপদেষ্টা সম্মানিত করবেন। সংবর্ধনায় উপস্থিত থাকবেন প্রধান কোচ পিটার বাটলার এবং দলের ম্যানেজার মাহমুদা অনন্যা। তবে কোনো বাফুফে কর্মকর্তা এই অনুষ্ঠানে থাকবেন না।
প্রধান উপদেষ্টার সংবর্ধনায় যোগ দিতে শনিবার (২ নভেম্বর) সকালে নারী ফুটবল দল যমুনায় প্রবেশ করে। বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে তাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের প্রতিনিধি দলে ৩২ জন সদস্য ছিলেন, যার মধ্যে ২৩ জন খেলোয়াড় এবং ৯ জন কোচিং স্টাফ ও কর্মকর্তা। প্রধান উপদেষ্টার বাসভবনে শুধু হেড কোচ ও ম্যানেজার উপস্থিত থাকবেন, অন্যান্য কোচিং স্টাফরা যেতে পারছেন না।
বিগত সরকারের সময়ও প্রধানমন্ত্রী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছিলেন, তবে তখন ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত থাকতেন। এবার কেবল সাফল্যের গল্প শুনবেন প্রধান উপদেষ্টা।
পূর্বে, গত বুধবার নেপালকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে বাংলাদেশ। বৃহস্পতিবার দেশে ফেরার পর বাফুফে ভবনে ফুল দিয়ে স্বাগত জানানো হয় সাফজয়ীদের। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পুরস্কার হিসেবে এক কোটি টাকা তুলে দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।