করোনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিলের ঈদের পর অনুষ্ঠিত হবে। এর ফলে এইচএসসি পরীক্ষাও মাস খানেক পিছিয়ে জুনে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষাবোর্ডগুলো।

ঢাকা শিক্ষাবোর্ড জানিয়েছে, এসএসসি পরীক্ষা পূর্ণ পাঠ্যক্রমে এবং এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের মতো সংক্ষিপ্ত সিলেবাসে হবে। শিক্ষাবোর্ডগুলো পরীক্ষার প্রস্তুতি হিসেবে নির্বাচনী পরীক্ষা নিচ্ছে এবং ১ ডিসেম্বর ফরম পূরণের ঘোষণা করেছে। তবে পরীক্ষার পেছানোর সঠিক কারণ এখনও জানানো হয়নি।