সিবিএন ডেস্ক ;
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ১২০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কয়লার মজুত শেষ হওয়ায় বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে বিদেশ থেকে কয়লা আসলে সংকট নিরসন হবে।
প্রকল্পের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান জানিয়েছেন, কয়লা আমদানির জন্য ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে।
জানা গেছে, আওয়ামী সরকারের সময়ে গৃহীত মেগা প্রকল্পগুলোর মধ্যে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র অন্যতম। বর্তমানে প্রকল্পটির ব্যয় বেড়ে ৫৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে এবং এটি আওয়ামী লীগ সরকারের পতনের পর অনিশ্চয়তার মুখে পড়েছে।
প্রকল্পের দুটি কেন্দ্র ২০২৩ সালের জুলাই ও ডিসেম্বরে চালু হয় এবং সুমিতমো করপোরেশনের মাধ্যমে ২২ লাখ ৫ হাজার টন কয়লা সরবরাহ করা হয়। সর্বশেষ কয়লা আগস্টের মাঝামাঝি সময়ে সরবরাহ শেষ হয়।
দুর্নীতির কারণে কয়লা কেনা প্রক্রিয়া আটকে যায় এবং আদালত পর্যন্ত গড়ায়, ফলে দীর্ঘমেয়াদে কয়লা আমদানি অনিশ্চিত হয়ে পড়ে।
প্রকল্পের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা হেড অফিসের আইনগত বিষয়গুলোতে তাদের অবহিত করা হয়নি। সাইফুর রহমান বলেছেন, কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং কয়লা সংকটের কারণে উৎপাদন বন্ধ রয়েছে। সরকারের উদ্যোগে আশা করা হচ্ছে নভেম্বর শেষে বা ডিসেম্বরের প্রথম দিকে কয়লা আমদানি শুরু হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।