আগামীকাল রোববার (৩ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন শপথ নেবেন। তাকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথ গ্রহণের জন্য ডা. শাহাদাত ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির শীর্ষ নেতা এবং মেয়রের আত্মীয়সহ প্রায় ১৬০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন। এছাড়া মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী জানান, শপথগ্রহণ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা, মেয়রের আত্মীয়-স্বজনসহ ২৭ জন অতিথি অংশ নেবেন। শপথের পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতেও অংশ নেবেন চট্টগ্রাম থেকে আসা নেতাকর্মীরা।
২০২১ সালের ২৭ জানুয়ারির চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম ৩ লাখ ৬৯ হাজার ভোট পেয়ে বিজয়ী হন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে শাহাদাত হোসেন মামলা করেন এবং পুনরায় নির্বাচনের দাবি জানান। মামলার প্রেক্ষিতে গত ১ অক্টোবর আদালত রায় দিয়ে ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করেন এবং আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিমের বিজয় বাতিল করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।