সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ আসামিকে আটক করে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সেনবাগ থানার গাবতলী এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এক বিজ্ঞপ্তিতে জানান, সাইফুলের বিরুদ্ধে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে। গত ২৯ আগস্ট, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে “মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়” শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ে, যা সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও উত্তেজনার সৃষ্টি করে। এতে দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দেয়।
আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ভিডিও পর্যালোচনা করে দেখে যে, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পুরোনো ভিডিও, যার সঙ্গে নতুন কণ্ঠ সংযোজন করা হয়েছে। ভিডিওটি মূলত নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে ছড়ানো হয়। এ তথ্যের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানান, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের একজন কর্মী ও সমর্থক। সাইফুল গত ৫ আগস্ট থেকে বিভিন্ন ফেসবুক পেজ থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছিলেন। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।