ভারতের আদানি গ্রুপ বকেয়া বিল ৭ নভেম্বরের মধ্যে পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আদানি গ্রুপ বর্তমানে বাংলাদেশকে ৮৫০ মিলিয়ন ডলার পাওনা আছে। ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে এনেছে তারা।

প্রথমে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে ১৭০ মিলিয়ন ডলারের লেটার অব ক্রেডিট (এলসি) চেয়েছিল আদানি গ্রুপ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এলসি ইস্যু করলেও তা চুক্তি অনুযায়ী না হওয়ায় আদানি গ্রুপ ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ সীমিত করে।

ঝাড়খণ্ডের গড্ডায় ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ। তবে বর্তমান পরিস্থিতিতে তারা মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে, যার ফলে বাংলাদেশে লোডশেডিং বেড়েছে।

অক্টোবরে বাংলাদেশ আদানিকে ৯০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে, তবে পূর্ববর্তী মাসগুলোতে ২০-৫০ মিলিয়ন ডলার করে পরিশোধ হয়েছে। আদানি গ্রুপের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি, তবে টাইমস অব ইন্ডিয়াকে তাদের একজন কর্মকর্তা জানিয়েছেন, সময়মতো বিল না পেয়ে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

শেখ হাসিনা সরকারের পতনের পর আদানি গ্রুপ বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ নিয়ে সতর্ক হয়ে উঠেছে।