আতিকুর রহমান মানিক
কক্সবাজারের ঈদগাঁওতে আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার ৩ ( নভেম্বর ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক আবুল কাশেম (৪৫) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ ইউছুপের খীল গ্রামের নূর আহমেদের ছেলে ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঈদগাঁওতে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানান, আটক আবুল কাশেম তাবলীগ জামাতের নিয়মিত মুসল্লী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন। কিন্তু বিগত ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি আওয়ামী লীগ নেতা বনে যান ও স্হানীয়দের উপর খবরদারী শুরু করেন৷ ক্ষমতার দাপট দেখিয়ে বাঁশঘাটা এলাকায় ঈদগাঁও নদীর চর দখল করে স্হাপনা ও মার্কেট গড়ে তুলেন তিনি। একসময়ের হত দরিদ্র কাশেম বিগত ১৬ বছরে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলেও জানান তারা।
গত কয়েকটি স্হানীয় ও জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিতে এলাকায় ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্হানীয় ইউপি মেম্বার মোঃ দিদারুল ইসলাম ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক নাশকতা মামলায় কারাগারে থাকায় এ ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঈদগাঁও থানার ওসি মোঃ মছিউর রহমান বলেন, আটক কাশেমকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।