প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার আসিয়ান সদস্যপদ লাভে ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন এবং ইন্দোনেশিয়াকে বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাতে এই আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “আসিয়ানে আমাদের সদস্যপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, ইন্দোনেশিয়া আমাদের সমর্থন করবে।” এ সময় তিনি রাষ্ট্রদূতকে জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময়ও এ বিষয়ে আলোচনা করেছেন, কারণ মালয়েশিয়া আগামী জানুয়ারিতে আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করবে।
রাষ্ট্রদূত সুবোলো জানান, তার দেশ আসিয়ান সদস্যপদের জন্য বাংলাদেশের আবেদন নিবিড়ভাবে অনুসরণ করবে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
প্রধান উপদেষ্টা ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসায়িক উপস্থিতি বৃদ্ধি এবং ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, বাংলাদেশ থেকে চিকিৎসক নিয়োগ এবং ওষুধপত্র আমদানির আহ্বান জানান।
রাষ্ট্রদূত সুবোলো জানান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে তার দেশ আগ্রহী এবং মাতারবাড়ি ও অন্যান্য এলাকায় সোলার পিভি বিনিয়োগ প্রকল্পে পারটামিনা পাওয়ার ইন্দোনেশিয়া এবং কোল জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মধ্যে এমওইউ স্বাক্ষরকে তিনি ইতিবাচকভাবে দেখছেন।
এছাড়াও, অধ্যাপক ইউনূস ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতোকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।