মমতাজ উদ্দিন বাহারী:
২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদের মোট মঞ্জুরীকৃত পদ ৫৩৫ ,তার মধ্যে ১২৫ টি পদ শূণ্য ⁉️

কক্সবাজারের জনসংখ্যা প্রায় ২৮ লাখ। এখানে রোহিঙ্গা বসবাস করছেন ১২ লাখ। মোট ৪০ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বল্প সংখ্যক নার্স ও ডাক্তারের পক্ষে এমন দুরূহ দায়িত্ব পালন করা কি সম্ভব ?
কক্সবাজারের ৮টি উপজেলায় সর্বমোট নার্সের মঞ্জুরীকৃত পদ আছে ১৯১। সেখানে বর্তমানে ৭৮ টি পোস্ট শূণ্য । এতগুলো পোস্ট খালি রেখে জনগণের সার্বিক সেবা নিশ্চিত করা অসম্ভব ‼️
অবিলম্বে নার্সিং এর শূণ্য পদে নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা দাবি জানাই।
কক্সবাজার জেলাবাসী ও এখানে আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে নার্স ও ডাক্তারের শূণ্য পদে নিয়োগ কার্যকর করা একান্ত প্রয়োজন।
একই সাথে কক্সবাজার মেডিকেল কলেজ সংলগ্ন ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা অতীব জরুরি।
এ বিষয়ে আমরা জেলা প্রশাসক, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা।

মমতাজ উদ্দিন বাহারী
সাধারণ সম্পাদক, কক্সবাজার প্রেসক্লাব।