সিবএন ডেস্ক:

চট্টগ্রামের চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় শহীদ হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। এই সাহসী কর্মকর্তার বীরত্বের প্রতি সম্মান জানাতে এবং তাঁর স্মৃতি ধরে রাখতে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ রাখা হয়েছে। রবিবার, ৩ নভেম্বর, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই নামকরণের সিদ্ধান্ত ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্ব ও সাহসিকতার ইতিহাস সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, নতুন নামকরণের মাধ্যমে শিক্ষার্থীরা শহীদ তানজিমের দেশপ্রেম ও ত্যাগ থেকে অনুপ্রাণিত হবে। উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ইতিমধ্যে পরিবর্তিত হয়েছে, এবং লোগোতেও পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখযোগ্য:
এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা আরো গভীরভাবে রোপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কলেজের শিক্ষক ও পরিচালনা পর্ষদ।