সংবাদদাতা:
সদরের ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামাবাদ ঘৃতপল্লী এলাকায় হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি মালিকানাধীন বসতভিটা জোরপূর্বক দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা না দেয়ায় উক্ত জায়গার বাউন্ডারী দেয়াল ভাংচুর করে দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
এঘটনায় ভুক্তভোগীর স্বামী প্রকাশ ধর বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারটি এএসআই নাজমুলকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান সদর থানার ওসি।
উক্ত এজাহারে বাদী ও ইসলামাবাদ ঘৃতপল্লীর যতীন্দ্র ধরের পুত্র প্রকাশ ধর অভিযোগ করেন-মৌজা-ঝিলংজা, থানা ও জেলা-কক্সবাজার। বিএস খতিয়ান নং-১৫০৬৭, বিএস দাগ নং-৬১০২/৪১২৯৫ (জমির পরিমাণ-০.০৪৬৭ একর ও খাস দখলীয় মোট ২৩ কড়া) তপশীলে আমার স্ত্রী মুন্নি ধরের মালিকানাধীন বসতভিটা রয়েছে। উক্ত জায়গা বিগত ২৪/০৮/১৯৯৯ইং তারিখ রেজি:যুক্ত দলিল নং-২১২০ মূলে খরিদ করে ভোগদখলে থাকা অবস্থায় বিগত ১৬/১০/২০১৭ইং তারিখ তার স্ত্রীর নামে সম্পাদিত রেজি:যুক্ত দানপত্র দলিল নং-৪০৪১ মূলে নামজারী খতিয়ান সৃজনক্রমে বাউন্ডারী দেয়াল ও বসতঘর নির্মাণ করে দীর্ঘ বছর ধরে ভোগদখল করে আসছে।
সেই জায়গায় পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিলে ইসলামাবাদ পশ্চিম লারপাড়ার জনৈক আবুল কালাম, মোঃ মনির, ছৈয়দ করিম মাঝি, পল্লানকাটার আবিদ, পশ্চিম লারপাড়ার রানা, বাবুল, ছাদেক, আবদুল খালেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাদী প্রকাশ ধরের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদা না দিলে সেই জায়গায় বসবাস করতে দিবে না বলে হুমকি প্রদান করে। একই ধারাবাহিকতায় গত ৫ আগষ্ট সরকার পতনের পর আইন শৃংখলা পরিস্থিতির অবনতির সুযোগে ৭ আগষ্ট দুপুর আড়াইটার দিকে উক্ত সন্ত্রাসীরা মুন্নি ধরের মালিকানাধীন বসতভিটায় প্রবেশ করে বাউন্ডারী দেয়াল ভাংচুর করে দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
বর্তমানে আসামীরা মামলার বাদী প্রকাশ ধর ও তার স্ত্রীকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার এএসআই নাজমুল জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষকে একবার বসা হয়েছে।
ঘৃতপল্লীতে হিন্দু সম্প্রদায়ের বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।