সিবিএন ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, “অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছে”-এমন মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, “দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন সমন্বয়ে সরকার কাজ করছে। নভেম্বরে সেন্টমার্টিনে যাওয়া পর্যটকদের দিনে গিয়ে দিনেই ফিরতে হবে, আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে রাত কাটাতে পারবেন।”
সোমবার (৪ নভেম্বর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, “শুধু মানবাধিকার নয়, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বর্তমান হাতি চলাচলের পথের অবস্থা খুবই বিপজ্জনক।”
সরকার সেন্টমার্টিন ও পর্যটন শিল্পকে একসঙ্গে রক্ষা করতে চায় বলে জানান উপদেষ্টা। এছাড়া নির্বাচন ও সংস্কার নিয়ে সরকারের কাজের প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপির দাবি অমূলক নয়, তবে জনগণ প্রথমে সংস্কার চায়। রাজনৈতিক দল বা যে কেউ নির্বাচন নিয়ে কথা বলতে পারেন, তবে সরকার নির্বাচন ও সংস্কার—দুটো নিয়েই কাজ করছে।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।