সিবিএন ডেস্ক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে এবং এই আইনের অধীনে চলমান সকল মামলা প্রত্যাহার করা হবে।

সোমবার (০৪ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিস কক্ষে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন‌ অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও জানান, দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারসমূহ সম্পন্ন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনে তৈরি হওয়া অনিয়ম ও দুর্নীতি থেকে দেশকে পুনর্গঠনের জন্য নরওয়ের পরামর্শ ও সহযোগিতা চান।

নরওয়ের রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পুনর্গঠনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন। উভয়ের মধ্যে তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যম খাতে বিনিয়োগ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা হয়। উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, সংখ্যালঘুরা দেশে নিরাপদ এবং সাম্প্রতিক পূজায় তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।