সিবিএন ডেস্ক
ময়মনসিংহ নগরের একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
আজ সোমবার(৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কুদ্দুস (৮৫) মারা যান।
এর আগে দুপুরে, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মো. হিমেল (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়। সিএনজিচালিত একটি অটোরিকশায় গ্যাস দেওয়ার সময় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। এই ঘটনায় অন্তত ৯ জন আহত হন।
পুলিশের তথ্যমতে, দুর্ঘটনাস্থলে হিমেল তাঁর প্রাইভেট কারে বসে ছিলেন এবং বিস্ফোরণের ফলে তাঁর শরীর পুড়ে অঙ্গার হয়ে যায়। এছাড়া আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার নাহারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং সাতটি যানবাহন পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।