এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় একটি স্যালোমেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়। এছাড়া চকরিয়া পৌরসভার গ্রামীণ ব্যাংক মোড়ে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নিত্যপণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে ৫ মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৪ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবুল মনছুর, উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবুল মনছুর বলেন, উপজেলার সওদাগর ঘোনা এলাকায় কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্যালোমেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়েছে। এছাড়া গ্রামীণ ব্যাংক মোড়ে সরকারের নির্দেশিত নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়-বিক্রয়ে নিয়ন্ত্রণ রাখতে অভিযান চালানো হয়, যেখানে বেশকিছু দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন, চিরিংগা ইউনিয়নে কিছু অসাধু বালু ব্যবসায়ী মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল, যা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন। এই আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযানে মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে। একই সাথে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে।