নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজানে তাহমিনা সোলতানা (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় লোহাগাড়ার পূর্ব কলাউজান ৭নং ওয়ার্ডের শহরবানু বাপের পাড়া নিহতের শয়নকক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাহমিনা সোলতানা ওই এলাকার আবদুর রহিমের মেয়ে ও কলাউজান ডা: এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহমদুল হক।
তিনি বলেন, সকাল ১১টায় বাড়ির সবার অগোচরে নিজ শয়নক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তারা।
নিহতের স্বজনরা বলেন, তাহমিনা কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভোগছিল। বিদ্যালয়ে যাওয়ও বন্ধ করে দিয়েছে। ঘটনারদিন সবার অগোচরে নিজ শয়নকক্ষে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। অবশেষে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ।
লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করি। পরে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।