সিলেটের সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অভিযানে ৮ কোটি ২ লাখ টাকার ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স এ অভিযান চালায়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২ হাজার ৯০৭ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ১৬২ পিস কাশ্মীরি শাল, ৪১৩ পিস থ্রি-পিস, ১২ হাজার ৪৩৫ মিটার বিভিন্ন প্রকার থান কাপড়, ৪৪ হাজার ৭২২ পিস ক্রিম, ১ হাজার ৬৬৯ পিস পন্ডস ফেস ওয়াশ, ২ লাখ ৬২ হাজার ৯৯০ পিস ব্রিকস চকলেটসহ বিভিন্ন পণ্য। এসব পণ্যের মোট মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সেনাবাহিনীর ২৭ বীর মেজর তাহমিদুল ইমাম, গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামসহ বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।