আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। গতকাল মঙ্গলবার বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হবার পরপরই শুরু হয় ফলাফল ঘোষণা।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্প আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় এগিয়ে আছেন। অন্যদিকে, কমলা হ্যারিস মেরিল্যান্ড, মেসাচুসেটস, ভারমন্ট এবং ওয়াশিংটন ডিসিতে এগিয়ে আছেন।
এ পর্যন্ত পাওয়া ফলাফলে ট্রাম্পের ইলেকটোরাল ভোট সংখ্যা ১৫৪ এবং হ্যারিসের ৮১। জয়লাভ করতে ২৭০টি ইলেকটোরাল ভোট প্রয়োজন। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ফলাফলের ওপর এবার চূড়ান্ত বিজয় নির্ভর করছে।
বিভিন্ন ঘটনা নিয়ে দুই দলের শিবিরে চলছিল ব্যাপক উত্তেজনা। প্রার্থীতার মঞ্চে জো বাইডেনের প্রস্থান এবং কমলা হ্যারিসের আগমন থেকে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার রায়—প্রত্যেকেই প্রচারণায় তুমুল আলোচনা কুড়িয়েছে।
ভোটের দিন দেশজুড়ে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়াতে তুমুল উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটাররা তাদের নিজ নিজ প্রার্থী সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে, তবে পুরো জাতি এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে আগ্রহভরে অপেক্ষা করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।