সিবিএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় প্রমাণিত হয়েছে যে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি মার্কিন জনগণের সঙ্গে প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে এবং বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদকালে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। আমাদের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার জন্য আমি অত্যন্ত আগ্রহী।”
উল্লেখ্য, চার বছর পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার বিকেলে তিনি ইলেক্টোরাল কলেজে প্রয়োজনীয় ২৭০-এর বেশি ভোট নিশ্চিত করে ম্যাজিক ফিগারে পৌঁছান। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, তিনি ২৭৬টি ইলেক্টোরাল ভোটে জয়লাভ করেছেন।
চার বছর আগে নির্বাচনে পরাজিত হওয়ার পর আবারও জয়ের মাধ্যমে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরছেন। এর আগে গ্রোভার ক্লিভল্যান্ড এ ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস গড়েছিলেন, এবং এবার ট্রাম্প সেই অনন্য রেকর্ডের পুনরাবৃত্তি করতে চলেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।