মো. ওসমান গনি (ইলি), কক্সবাজার:

কক্সবাজারের চৌফলদণ্ডীর ভূমি দস্যু, চিংড়ি ঘের দখলকারী, ৪৪টির অধিক মামলার আসামি এবং অন্যতম শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়াকে র‌্যাব-১৫ কক্সবাজার গ্রেফতার করেছে। বুধবার (৬ নভেম্বর) ভোররাতে রামুর পূর্ব রাজারকুল এলাকা থেকে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।

জানা যায়, চৌফলদণ্ডী ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক এই জিয়াবুল হক জিয়া দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল, চিংড়ি ঘের দখল, চুরি, ডাকাতি, মাদক, এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। র‌্যাবের একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষের উপর অত্যাচার, নারী নির্যাতন, এবং অবৈধভাবে জমি ও ঘের দখলের অভিযোগ রয়েছে।

র‌্যাব-১৫ এর অধীনস্থ সিপিএসসি ক্যাম্পের অভিযানিক দলের নেতৃত্বে র‌্যাব সদস্যরা রামুর পূর্ব রাজারকুল এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে সাহসিকতার সাথে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া স্বীকার করেছে যে, দীর্ঘ ১৫ বছর ধরে সে চৌফলদণ্ডী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সে বিপুল অর্থ-সম্পদের মালিক বনে গেছে। সম্প্রতি, যৌথ বাহিনীর অভিযানে তার আস্তানা থেকে উদ্ধার হওয়া ৩০০টির বেশি ফাঁকা দলিল ও বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ তার অধীনে ছিল বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত জিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, অপহরণ, চুরি, ডাকাতি, এবং নারী ও শিশু নির্যাতনসহ মোট ৪৪টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।