সিবিএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ট্রাম্পকে অভিনন্দনও জানান তিনি।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় এসেছে। আমরা আশা করছি, ট্রাম্পের আমলে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের সঙ্গেই ড. ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে শফিকুল আলম বলেন, “সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের টুইটের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, সম্ভবত ট্রাম্পকে ভুল তথ্য দেয়া হয়েছে। এতদিন তিনি রাজনৈতিক দলের নেতা ছিলেন, এখন প্রেসিডেন্ট হিসেবে প্রকৃত চিত্র সম্পর্কে অবগত হবেন।”

শফিকুল আলম আরও বলেন, “বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সর্বদা তাদের পাশে রয়েছে। তাদের যেন নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়, সে ব্যাপারে আমরা সচেষ্ট।” এসময় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর গোপনে পাসপোর্ট তৈরির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।