সিবিএন ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় বহিঃসম্পর্ক পরিষদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ইউরোপীয় কর্মকর্তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাম্পালোনি বলেন, “সংস্কারের জন্য তহবিলের কোনো ঘাটতি হবে না, এবং প্রযুক্তিগত সহায়তাও প্রদান করা হবে।” এ সময় ড. ইউনূস শ্রমিক অধিকার নিশ্চিত করতে তার সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।