সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের কলাতলী, সুগন্ধা পয়েন্ট ও হোটেল-মোটেল জোনে রাস্তা ও ফুটপাত দখল করে রাখা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযানে অংশ নেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ, সদর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার পৌরসভা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন জানান, সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলী এপ্রোচ সড়কসহ বিভিন্ন এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করতে এই অভিযান চালানো হয়। এ অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ভ্যান ধ্বংস করা হয় এবং অভিযান চলমান থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।