ঈদগাঁও প্রতিনিধি;

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দুই ইউনিয়নে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে
নির্মাণাধীন ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার ৬ নভেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১২ পর্যন্ত উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজার, ঈদগাঁও ইউনিয়নের শিয়াপাড়া নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিট।

বন বিভাগের সূত্রে জানা যায়, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন এর নির্দেশনায় ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা, সঙ্গীয় স্টাফ ভিলেজার অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। ০.১০ একর বনের জমি অবৈধ দখলদার থেকে দখল মুক্ত করা হয়।একই এলাকায় অবৈধ জবরদখলকৃত স্থানে নির্মিত পিলার এর উপর ছাদ ঢালাই এর জন্য সেন্টারিং এর প্রস্তুতি কালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ০.১৫ একর জায়গা দখলমুক্ত করা হয়।একই দিন ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া নামক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা কালে পূর্বপরিকল্পিত ভাবে ঘটনাস্থলে বসবাসকারী আনুমানিক ১০০/১২০ জন মানুষ অতর্কিত হামলা চালায়। উক্ত ঘটনায় বন বিভাগের ৩ জন ভিলেজার আহত হয় এবং ১ জনের অবস্থা গুরুতর হওয়ার জরুরি ভিত্তিতে আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হয়। ০.৫ একর জায়গা দখলমুক্ত করা হয়।

দৈনিক কক্সবাজার সংবাদ কে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিযান পরিচালনা কারী ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা মো. মমিনুর রহমান।

এসব বিষয় জানতে চাইলে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন,অবৈধ স্থাপনা নির্মাণকারী ও হামলাকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।