সিবিএন ডেস্ক ;

কক্সবাজার আদালতের অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধে জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ইউসুফ আরমান।

আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ অফিসগুলোতে ভোগান্তি
আবেদনে উল্লেখ করা হয়, কক্সবাজার আদালত এলাকায় জেলা ও দায়রা জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাচন কমিশন কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। এই আদালত পাড়ায় মূল সড়কে যানজট থাকলে বিকল্প রাস্তাটি ব্যবহার করে বহিরাগত যানবাহন, যা পরিবেশ ও আইনজীবীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

যানজট ও নিরাপত্তার অভাব
প্রতিদিন সকালে বহিরাগত যানবাহন এই পথটি অবরুদ্ধ করে, ফলে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে হর্নের শব্দে পরিবেশ দূষিত হয় এবং পথচারী আইনজীবী ও বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন। এতে বিচার প্রার্থীরা বিচারকাজে সময়মতো উপস্থিত হতে না পারার কারণে কষ্টের সম্মুখীন হন।

আইনজীবীদের আবেদন
অ্যাডভোকেট ইউসুফ আরমান বলেন, কক্সবাজার আদালত এলাকায় যানবাহন চলাচল বন্ধ করার দাবিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আদালত চলাকালীন সময়ে যানজট ও বহিরাগত অবাঞ্ছিত কর্মকাণ্ড আদালতের শান্ত পরিবেশ ব্যাহত করছে।

স্মারকলিপি প্রদানকালে অ্যাডভোকেট ইউসুফ আরমানসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।