বাংলাদেশে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণে প্রায় দেড় হাজার কোটি টাকার লুটপাটের অভিযোগ উঠেছে। শিক্ষা অডিট অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে শুধু মাত্র ২৬৯ কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। নিম্নমানের বই ছাপানো এবং অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে এই টাকা লুট হয়েছে বলে জানানো হয়েছে।
এনসিটিবি দুর্নীতিতে অভিযুক্তরাই শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে
পাঠ্যবই মুদ্রণে দুর্নীতির অভিযোগ তদন্তে এনসিটিবি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে, কিন্তু এতে দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া কর্মকর্তারাই রয়েছেন। এনসিটিবি চেয়ারম্যান ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, এবার বইয়ের মান নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মুদ্রণ কাজে বিশাল অনিয়ম: অডিট অধিদপ্তরের প্রতিবেদন
অডিট অধিদপ্তরের এক প্রতিবেদনে দেখা যায়, বই মুদ্রণের জন্য বিভিন্ন সময়ে একই স্পেসিফিকেশনের বই আলাদা দামে ছাপানো হয়েছে, যা ২৩৫ কোটি টাকার আর্থিক ক্ষতির কারণ হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।