নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ কচ্ছপিয়ার শীর্ষ সন্ত্রাসী রিদুয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
৭ নভেম্বর ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম রিদুয়ানকে গ্রেফতার করে।
মোঃ দস্তগীর হোসেন জানান, বাহারছড়া কচ্ছপিয়া এলাকা দিয়ে যত মানবপাচার ও মায়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ও ইয়াবা আনা হয় তার সবটাতে রিদোয়ান নেতৃত্ব দেয়।
সম্প্রতি মায়ানমার থেকে পলাতক আর্মিদের সমুদ্র পথে নিয়ে এসে তাদের অস্ত্র কেড়ে নিয়ে তা মানবপাচার কাজে বিশাল এক গ্যাং তৈরী করে এসব অস্ত্র ব্যবহার করে আসছে।
ইতোমধ্যে ভাইরাল হওয়া প্রদর্শিত সেই অস্ত্র উদ্ধারের নিমিত্তে তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময়ে পুলিশ,র্যাব এবং বিজিবি বেশ কয়েকবার অভিযান চালালেও তার বিশাল বাহিনী দ্বারা পাহাড়াদার রাখার কারণে প্রায়শই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়ভাবে জানা যায়, রিদুয়ান একজন শীর্ষ মানবপাচারকারী।সর্বশেষ গত উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী জাফর আলমের পক্ষে কেন্দ্র দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলো।
সে মারাত্মক বিপদজনক একজন অপরাধী যার হিংস্রতায় গত ২৯ সেপ্টেম্বর কচ্ছপিয়া এলাকায় আমিন নামে এক লোককে প্রকাশ্যে কুপিয়ে পঙ্গু করে ফেলে যার ঘটনায় টেকনাফ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
সমুদ্র পথ ব্যবহার করে মালেশিয়ায় মানবপাচারকালে উক্ত আসামীকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেন এর নেতৃত্ব একটি চৌকস টিম তাকে গ্রেফতার করেছে।
স্থানীয়ভাবে জানা যায়, বাহারছড়ার কচ্চপিয়া ও করাচি পাড়া দিয়ে প্রায়শই মানবপাচার ও মায়ানমার হতে রোহিঙ্গা ও ইয়াবা আনা হয়।যাদের গ্রফের অন্যতম সদস্য, সালাম, জসিম, কালু, কেফায়েত, বদরুজসহ আরো অনেকে তৎপর আছে।
রিদুয়ানকে গ্রেফতারের মধ্য দিয়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভবনা দেখছেন সচেতন ব্যক্তিবর্গরা।
সাথে সাথে অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি ব্যক্ত করেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেন এর নিকট এই বিষয়ে জানতে চাইলে রিদুয়ানকে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান।
বাহারছড়া এলাকায় সব ধরণের অপরাধের বিরুদ্ধে কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন বলে জানান মোঃ দস্তগীর হোসেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।