বলরাম দাশ অনুপম, কক্সবাজার :
সারাদেশের ন্যায় কক্সবাজারেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরী ময়দানে আয়োচিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ সাল সেদিন বাংলাদেশের স্বাধীনতাকে প্রতিবেশি রাষ্ট্রের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র ছিলো। সে ষড়যন্ত্র বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, বিডিআর ও বাংলাদেশের জনগণ বুঝতে পেরে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ রাজপথের মিছিল, সেনাবাহিনীর বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের কারাগার থেকে মুক্ত করা হয়।

সভাপতির বক্তব্যে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন , ৫ আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন, নির্যাতন, গুম, খুন, নিপিড়ন, রাহাজানী ও ছিনতাইয়ের বিরুদ্ধে ছাত্র-সমাজের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই ৫ আগস্টের যে চিন্তা চেতনা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এখনো ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বলেন , বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রক্তদানের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন শোষনমুক্ত গণতান্ত্রিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা।দেশকে নয়ে গভীর ষড়যন্ত্র চলছে – ষড়যন্ত্র মোকাবেলায় অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ করা হোক।

এতে আরো বক্তব্যে রাখেন- পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও  শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম , প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ,  উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী,  কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী , অধ্যাপক আজিজজুর রহমান ,  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন , ছুরত আলম,  ডা. নাসির উদ্দিন , ছাত্রদল নেতা ছাদেক  প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি নেতা মোক্তার আহমদ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।