গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-৬৪-৩০ সিরিয়ালের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। নিয়মিত গাইবান্ধা-ঢাকা রুটে চলাচল করা এ বাসটি বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে চুরি হয়। এ ঘটনায় হানিফ পরিবহন কর্তৃপক্ষ গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া জানান, বুধবার রাতে টার্মিনালে বাসটি লক করা ছিল। তবে বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রার জন্য চালক ও হেলপার টার্মিনালে আসলে বাসটি খুঁজে পাননি। ধারণা করা হচ্ছে, জানালার লক ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
রাশেদ মিয়া জানান, এটি প্রথমবারের মতো বাস চুরির ঘটনা। শক্তিশালী সংঘবদ্ধ চোরচক্রের সিন্ডিকেট এতে জড়িত থাকতে পারে। এমনকি টার্মিনাল বা কোম্পানির কোনো স্টাফও জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা। বাসটি উদ্ধারে বিভিন্ন এলাকায় খোঁজ চলছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছেন, বাস চুরির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। চুরি হওয়া বাসটি উদ্ধার এবং জড়িত চক্রকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।