নিজস্ব প্রতিবেদক :

নাশকতার অভিযোগ এনে দীর্ঘ ৬ বছর আগে দায়ের করা একটি মামলার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির ৪৩ নেতাকর্মীকে মামলা হতে অব্যাহতি দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় বুধবার (০৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ৬ষ্ট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কর্ণফুলী থানা মামলা নং-১০(০২)১৮, বিশেষ ট্রাইব্যুনাল যার মামলা নং-৪৬/১৯।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) প্রসিকিউশন মফিজ উদ্দিন।

অব্যাহতি পাওয়া নেতাকর্মীরা হলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাস, কর্ণফুলী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ কাকন, কর্ণফুলী বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দীন ফারুকী, যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ছালেহ্ জহুর, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন জুয়েল, কর্ণফুলী যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিম, বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক, এম মঈন উদ্দিন, মো. ইদ্রিস হায়দার নয়ন, দস্তগীর, ইকবাল বাহার, মো. হাসেম, এজাবত উল্লাহ, রমজান আলী রুমো মো. ওসমান, মো. নাছির, মো. ইলিয়াস মেম্বার, মো. সেলিম, আব্দুর নুর প্র কালু মেম্বার, মো হারুন, তৈয়বুল আলম বাবুল, জসিম উদ্দিন, আবু তাহের, আংকুর মেম্বার, জাকির হোসেন, আব্দুল গফুর মেম্বার, শেখ আহমদ মেম্বার, মির্জা ইসমাইল, আব্দুর রহিম, সাঈদ হোসেন, মো নুরুচ্ছফা, খাইরুল ইসলাম মির্জা বাহার, এজাজ আল ফারুক, মো. জামাল উদ্দিন, আনোয়ার হোসেন লিটন, আবছার উদ্দিন, মো. ইদ্রিস মেম্বার, মো. খোকন, মো. হাসান, নুরুল আকতার ও সালা উদ্দিন।

বিএনপি নেতাকর্মীরা জানান, ‘২০১৮ সালে নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলাটি করা হয়। কর্ণফুলী থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ কাকনকে প্রধান আসামি করে বিএনপির ৪৩ নেতাকর্মীর নামে মামলা করেন।’

বিএনপি নেতারা আরও জানান, ‘দীর্ঘ সময় ধরে এ মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ হয়। বুধবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য্য ছিল। শুনানিতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ৪৩ আসামিকেই অব্যাহতির নির্দেশ দেন আদালতের হাকিম কাজী শরীফুল ইসলাম।’

আসামিপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট আব্দুস ছাত্তার এবং এস এম ফোরকান। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, ‘৬ বছর পর গায়েবি মিথ্যা মামলা থেকে আমরা আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। এতেই সন্তুষ্ট।’