আজ ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপি একটি র্যালির আয়োজন করছে। র্যালিটি দুপুর আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার এবং ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র্যালির উদ্বোধন করবেন, আর সমাপনী বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মানিক মিয়া এভিনিউতে র্যালির সমাপ্তিস্থলে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
বিএনপি জানায়, র্যালিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। ঢাকা জেলার আশপাশের এলাকা থেকেও নেতাকর্মী ও সাধারণ মানুষ এ র্যালিতে যোগ দেবেন।
বিএনপি এ র্যালির মাধ্যমে ৭ নভেম্বরের গুরুত্বকে স্মরণ করছে, যাকে তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।