সরওয়ার কামাল, মহেশখালী;
মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়িঘের করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের করা মামলায় কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলমকে আটক করেছে পুলিশ। ৭ই নভেম্বর দিবাগত রাত ১ঃ৩০ মিনিটের সময় কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা থেকে মহেশখালী থানার এসআই (উপ-পরিদর্শক) মহসীন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী থানার ওসি কায়সার হামিদ। তিনি জানান, ঘটিভাঙ্গা থেকে রবিউল আলম নামের একজনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। তার বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা রয়েছে। আটক কৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটক রবিউল আলমের বিরুদ্ধে কুতুবজোমের ঘটিভাঙ্গা, সোনাদিয়ায় প্যারাবন কেটে চিংড়ি ঘের করে সরকারি জায়গা দখলের অভিযোগ রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।