মো. আরকান, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় জায়কা নূর ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে মাওলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরিক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উৎসব মূখর পরিবেশে ৬ষ্ঠ তম এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২টি কক্ষে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মেধাবৃত্তি পরীক্ষায় চকরিয়া ও পেকুয়ার ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় হইতে ৭ম শ্রেনীর ৯১২ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫০ জন পরিক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সময়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান নির্বাহী লায়ন মোহাম্মদ সাজ্জাদ হোছাইন ছিদ্দিকী। পরিক্ষা নিয়ন্ত্রক ছিলেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, সহ-পরিক্ষা নিয়ন্ত্রক উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ চৌধুরী, হল সুপার টইটং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দলিলুর রহমান, কেন্দ্র সচিব হিসেবে ছিলেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল করিম, সহ-কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, সদস্য সচিব সোহরাব চৌধুরী, সহ-সদস্য সচিব তৌহিদুল ইসলাম, প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন ছিদ্দিকী, সমন্বয়ক মুজিবুল হক চৌধুরী, হামিদুল হক চৌধুরী ও ইমরুল উদ্দিন।

এদিকে আগামী ১৬ই ডিসেম্বর অনুষ্ঠিত পরিক্ষার ফল প্রকাশ হইবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সদস্য সচিব সোহরাব চৌধুরী। কেন্দ্র পরিদর্শন করেন জাইকা নূর ফাউন্ডেশন চেয়ারম্যান সাজ্জাদ হোছাইন ছিদ্দিকী, শিলখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোছাইন, চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক সালাউদ্দিন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ইংরেজী প্রভাষক মোহাম্মদ আলম, সোঁনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন ও চকরিয়া কোরক বিদ্যাপিঠ সিনিয়র শিক্ষক আনছারুল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এসময় সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন, সমন্বয়কারী যথাক্রমে এল.এম. আসহাব উদ্দিন হৃদয়, হাসান শরিফ, মোহাম্মদ ইদ্রিস, এম. জুবায়েদ, ইমাম হোসেন, শাহাদাত হোসেন, ফরহাদ বিন জাফর, আনিচুর রহমান, আরাফাত হোছাইন, এহছানুল হক চৌধুরী, মোহাম্মদ ফোরকান, শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আরকান, আবদুল্লাহ আল হোসেন রকি, জান্নাতুল ফেরদৌস, জিহাদুল ইসলাম, মিজবাহ উদ্দীন।