চলতি বছরের এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন শিক্ষার্থীরা। এইচএসসি ও আলিমের এক লাখ ৯২ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী পাঁচ লাখ এক হাজার ২৯৪টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। আবেদন সর্বাধিক পড়েছে ঢাকা বোর্ডে, অন্যদিকে আলিম পরীক্ষার্থীদের মধ্যে আবেদন তুলনামূলক কম।

আগামী ১৪ নভেম্বর এই পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এক লাখ ৮৯ হাজার ৭৬৬ শিক্ষার্থী চার লাখ ৯৩ হাজার ৪৮০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। মাদরাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার সাত হাজার ৮১৪টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের পাঁচ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী ছয় হাজার ৮২২টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে পারেন।