প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়ার সুযোগ নেই।’ আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেছেন।

শফিকুল আলম লিখেছেন, ‘আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল, এবং গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ যদি র‌্যালি, সমাবেশ বা মিছিল করার চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিরোধে প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা ভঙ্গের প্রচেষ্টাকে সহ্য করবে না এবং এই ধরনের কর্মকাণ্ড দমন করতে তারা বদ্ধপরিকর।

উল্লেখ্য, আগামীকাল রবিবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিকেল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে তারা এই কর্মসূচি পালন করবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ঘটে এবং দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।