আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দেশের অর্থনৈতিক শুমারি। ১৫ দিনের এই গণনায় প্রথমবারের মতো যুক্ত করা হবে প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি থেকে পরিচালিত অনলাইন ব্যবসা। এতে করে ডিজিটাল অর্থনীতির সঠিক আকার জানা সম্ভব হবে। বিদেশি জনবলকেও এই গণনার অন্তর্ভুক্ত করা হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানানো হয়। কর্মশালায় উল্লেখ করা হয়, ১০ বছর পর আবারও এই শুমারি অনুষ্ঠিত হচ্ছে। এর জন্য জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৬০০ জোনাল কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত গণনা কার্যক্রম চলবে।

পরিসংখ্যান কর্মকর্তারা জানিয়েছেন, শুমারির জন্য নির্ধারিত এলাকায় কম্পিউটার ও ট্যাবসহ বিভিন্ন কারিগরি সামগ্রী পৌঁছে দেওয়া হবে। আইটি কর্মকর্তাদের কেন্দ্রীয় অফিসের পরিবর্তে নির্ধারিত এলাকায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, ডিজিটাল বিলবোর্ডে প্রচারণা বন্ধেরও তাগিদ দেওয়া হয়েছে।