সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীচ ইসলামিক ইনস্টিটিউট কক্সবাজার এর “বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বার্ষিক বিজ্ঞান উৎসব” আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর বেলা ২ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নাসির উদ্দীন।
তিনি বলেন, শিক্ষা ছাড়া একটি জাতি সম্পূর্ণরূপে অন্ধ। শিক্ষক হলেন এই অন্ধ জাতিকে আলোর পথে ধাবিত করার একমাত্র হাতিয়ার। অভিভাবকরা জাতি গড়ার শিকড়। আলোকিত একটি জাতি তৈরি করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের বিজ্ঞান উৎসবের আয়োজনের মধ্য দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের মানুষের শিক্ষার মানকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এসময় তিনি উপযুক্ত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার জন্য গুরুত্বারোপ করেন।
প্রধান শিক্ষক মু. ফোরকানুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরিদুল আলম।
তিনি বলেন, ইসলামী জ্ঞান-বিজ্ঞানকে আরো দৃঢ়ভাবে ধারণ করার জন্য ইলমে সরফ ও নাহুর উপর যথাযথ গুরুত্ব দিতে হবে। তাহলে আগামীর সমাজ ও দেশ পরিচালনার উপযুক্ত নাগরিক তৈরি সম্ভব।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বীচ ইসলামিক ইনস্টিটিউট কক্সবাজার এর ডিরেক্টর বোর্ডের সচিব রিয়াজ মুহাম্মদ শাকিল বলেন, আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছে বীচ ইসলামিক ইনস্টিটিউট। শিক্ষক ও পরিচালকগণ এতদ অঞ্চলের মানুষের শিক্ষার মানকে সমৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রমে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন রিয়াজ মুহাম্মদ শাকিল।
বিশেষ অতিথির মধ্যে আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ডিরেক্টর বোর্ডের সদস্য এডভোকেট আমিনুল হক, ১নং ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতাউর রহমান কায়ছার।
এসময় ডিরেক্টর বোর্ডের সদস্য মুহাম্মদ শাহাজাহান, আক্তার হোসাইনসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।