ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ৮ আগস্ট থেকে দায়িত্ব পালন করা ২১ সদস্যের উপদেষ্টা পরিষদের অনেক সদস্য একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যা কাজে দীর্ঘসূত্রতা তৈরি করছে বলে অভিযোগ রয়েছে রাজনীতিবিদদের।

এ অবস্থায় উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন করে আরও ৫-৭ জন উপদেষ্টা যুক্ত হতে পারেন পরিষদে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় তাদের শপথ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দফায় ১৬ জন ও দ্বিতীয় দফায় ৪ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকার পরিচালনা করছে।