আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানি। তিনি বলেন, “আওয়ামী লীগ ও ছাত্রলীগ এমন কোনো অপরাধ নেই যা করেনি, তাদের বিষয়ে কোনো আপস করা চলবে না।”

রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

রফিকুল ইসলাম বলেন, “আগামীর বাংলাদেশে বুড়োদের জন্য আর কোনো আশা রাখা যায় না। এখন যুবকদের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, এখন যুবকদের যুদ্ধে যাওয়ার সময়।”

তিনি আরও বলেন, “আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, কারণ আমি বলেছি, এমন একজন প্রধানমন্ত্রী যার কোনো ভিত্তি নেই, তাকে মানি না। এ জন্য আমাকে ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় আজ ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে।”

বর্তমান সরকারের উদ্দেশে রফিকুল ইসলাম মাদানি বলেন, “শত শত মানুষের লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন আপনারা। ভারত ও আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উদারতার নামে জালেমদের প্রতি নমনীয়তা মজলুমদের সঙ্গে গাদ্দারি করার সমান।”

তিনি আরও বলেন, “আমরা আপনাদের ক্ষমতায় এনেছি যেন বিপ্লবের ভাষা ও ছাত্র সমাজের পালস বোঝেন। আমাদের পালস ভারত বিরোধী—এটা আপনাদের বুঝতে হবে।”