ষ্টাফ রিপোর্টার, কক্সবাজার;

কক্সবাজারের উখিয়ার স্পেশালাইজড হাসপাতালে শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারি ক্যাম্প, যা স্থানীয় জনগণ ও রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের জন্য চালু করা হয়েছে। গত ২০ অক্টোবর ২০২৪ থেকে হাসপাতালে স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে বহির্বিভাগ, মাতৃস্বাস্থ্য, চক্ষু, দন্তরোগসহ জরুরি সেবা প্রদান শুরু হলেও, বর্তমানে সেবার পরিধি বাড়ানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ৯ নভেম্বর ২০২৪ থেকে উখিয়া স্পেশালাইজড হাসপাতালে শুরু হয়েছে বিশেষ সার্জারি ক্যাম্প, যেখানে পিত্তথলির পাথর অপসারণ, হার্নিয়া, ছোট টিউমার, হাইড্রোসিলি সহ বিভিন্ন জটিল রোগের অপারেশন বিনামূল্যে করা হচ্ছে। এ সেবা প্রদান করছে এনজিও সংস্থা ফ্রেন্ডশিপ।

হাসপাতালটির নির্মাণে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনএইচসিআর সহায়তা করেছে। প্রথমে, গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ হাসপাতালটি পরিচালনা করলেও, ৩০ সেপ্টেম্বর ২০২৪ থেকে ফ্রেন্ডশিপ সংস্থা তাদের কার্যক্রম হস্তান্তর করে নেয় এবং সেবার মান বৃদ্ধি করতে নতুন করে স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করে।

এরই অংশ হিসেবে, প্রথম দিকে ‘চোখের ছানি’ ও ‘টিউমার’ অপারেশন ক্যাম্প আয়োজন করা হয়, যেখানে প্রায় শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়। বর্তমানে, হাসপাতালটির সেবা কার্যক্রমে বহির্বিভাগ, জরুরি বিভাগ, চক্ষু, দন্তরোগ, ফিজিওথেরাপি সহ সার্জারি ক্যাম্পও অন্তর্ভুক্ত।

হাসপাতালটির ইনচার্জ ড. রাহাত জানান, ফ্রেন্ডশিপের লক্ষ্য এই হাসপাতালটির মাধ্যমে উখিয়া ও টেকনাফ এলাকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। তিনি আরও বলেন, সার্জারি ক্যাম্প initially সপ্তাহে দুই দিন চললেও ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।