নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান চাকুসহ ২ ছিনতাইকারী আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
তারা হলেন, কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোনারপাড়ার বাসিন্দা ওসমান গণির ছেলে সাকিব হোসেন রানা (২০) ও আবদুল জলিলের ছেলে মো: আরমান (২০)।
রবিবার (১০ নভেম্বর) ভোর রাতে এই অভিযান চালানো হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুগন্ধা বীচের হোটেল সী-গালের সামনের ঝাউবাগান কাঠের ব্রীজ সংলগ্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে উৎপেতে থাকার গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশের চৌকস টীম অভিযান পরিচালনা করে একটি চাকুসহ ২ ছিনতাইকারী আটক করে।
আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধমুক্ত পর্যটন নগরী গড়ে তুলতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম।