সিবিএন ডেস্ক ;
মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদমের বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, ওই দিন সকালে ৮১ রোহিঙ্গা মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা আলীকদমের বাস স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় তাদের বিজিবির কাছে সোপর্দ করা হয়।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানান, মিয়ানমার সীমান্ত থেকে আলীকদম দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করার সময় স্থানীয় জনতা তাদের আটক করেন। এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।