জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে আয়োজিত কপ২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার বেলা ১১টার দিকে ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
জানা গেছে, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ সম্মেলনে তার দাবিদাওয়া তুলে ধরবে। বিশেষত, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে বন্যাসহ যে সমস্যা দেখা দিচ্ছে, তা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’, প্যারিস চুক্তির তহবিল, এবং জলবায়ু উদ্বাস্তুদের বিষয়েও আলোচনা হবে। এছাড়া, উন্নত দেশগুলোর কাছ থেকে সবুজ প্রযুক্তিতে সহায়তা চাইবে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি ড. ইউনূসের দ্বিতীয় আন্তর্জাতিক সফর। এর আগে তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন। এবার কপ২৯ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ড. ইউনূস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।